সারাদেশে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, বেতন ৩৫ হাজার

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক “ট্রেইনি অফিসার (টিও)” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১৪ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ট্রেইনি অফিসার (টিও) নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নামঃ
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড
পদের নামঃ
– ট্রেইনি অফিসার (টিও)
পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
– ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী/বিভাগসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতাঃ
– প্রয়োজন নেই।
চাকরির ধরণঃ
– ফুল টাইম।
প্রার্থীর ধরণঃ
– নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা (১৪ অক্টোবর, ২০২৩ইং তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর)।
কর্মক্ষেত্রঃ
– অফিস।
কর্মস্থলঃ
– প্রার্থীকে দেশের যেকোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অন্যান্য শর্তাবলীঃ
– প্রার্থীগণকে দেশের যেকোন স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা এবং উপশাখায় পদায়ন (Posting) করা হবে।
– চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
– যোগ্য প্রার্থীরা উপরে উল্লিখিত পদসমূহের যেকোন একটিতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে, কোনও কারণ দর্শানো ব্যতীরেকে সকল পদের আবেদন বাতিল করা হবে।
বেতন-ভাতাঃ
– নির্বাচিত ট্রেইনি অফিসার (TO)-গণ ১ (এক) বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০০/- টাকা বেতন পাবেন।
– শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেল টা. ২২,৩৭০-ইনক্রিমেন্ট-টা.৫৫০×৫৯-টা ৫৪,৮২০-এ অন্যান্য সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯/- টাকা বেতন পাবেন।
আবেদন প্রক্রিয়াঃ
– যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ১৪ অক্টোবর, ২০২৩।
সোর্স: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)।