৩০ হাজার পদ, কিন্তু দক্ষ কর্মী মিলছে না ভারতীয় প্রতিষ্ঠানের

৩০ হাজার দক্ষ কর্মীর প্রয়োজন। কিন্তু পাচ্ছে না প্রতিষ্ঠান। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও মিলছে না দক্ষ কর্মী ও শ্রমিক। ভারতের বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো জানিয়েছে এ কথা। বহুজাতিক এ প্রতিষ্ঠানের কথায় দেখা যাচ্ছে, ভারতের বাজারে অভাব রয়েছে দক্ষ শ্রমিকের।