July 1, 2024

বিমানে ২৩১ পদে বড় ধরনের নিয়োগ, সর্বোচ্চ বেতন ৫৮ হাজার টাকা

৪ ধরনের পদে ২৩১ জন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। একটি পদে ন্যূনতম যোগ্যতা হিসেবে এমবিবিএস চাওয়া হয়েছে, বাকি সব পদগুলোতেই স্নাতকধারীরা আবেদনের সুযোগ পাবেন। পদভেদে সর্বোচ্চ বেতন প্রায় ৫৮ হাজার টাকা। আবেদন করতে হবে অনলাইনে ১২ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।

পদের বিবরণ:

১. মেডিকেল অফিসার – ১ জন।
আবেদনের জন্য বাংলাদেশ মেডিকেল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত ইন্টার্নশিপ করাসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এমবিবিএস পাসের পর চিকিৎসক হিসেবে কোনো হাসপাতাল বা ক্লিনিকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ–৪.৫ (৫.০০–এর মধ্যে) থাকতে হবে।

ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

২. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট – ১০০ জন।
যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮০ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ–৩.০ (৫.০০–এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে । ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।৩. কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট – ১০০ জন। 
যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮০ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ–৩.০ (৫.০০–এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে । ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।৪. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট – ৩০ জন।
আগ্রহী প্রার্থীদের বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ–৩.০ (৫.০০–এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে । কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।আবেদন ফি: মেডিকেল অফিসার পদে আবেদনের ফি ৬৬৯ টাকা এবং অন্যান্য পদের ফি ৩৩৫ টাকা।
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি: http://bbal.teletalk.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *