প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই হবে

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে তিন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার। পরীক্ষাটি পেছাতে নির্বচান কমিশনসহ বিভিন্ন স্তরে আবদেন করলেও পেছাচ্ছে না নিয়োগ পরীক্ষা।

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত কালের কণ্ঠকে বলেন, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

আগামীকাল রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হবে।

এর আগে চলমান হরতাল-অবরোধে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরীক্ষাটি সাময়িক স্থগিত করতে গতকাল বুধবার প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়।

জানা যায়, প্রথম ধাপের এই পরীক্ষায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৭০০ জন

একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সমন্বিত ১০ ব্যাংকে। সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে বড় দুই নিয়োগ পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। একটি পরীক্ষায় অংশ নিলে অন্যটিতে অংশগ্রহণের সুযোগ হারাবেন তারা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *